Ration Shop-1Others 

নতুন ও সংশোধিত কার্ড ছাড়াও পাওয়া যাবে রেশন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নতুন ও সংশোধিত কার্ড ছাড়াও পাওয়া যাবে রেশন। কলকাতা পুরসভা সূত্রের খবর, কলকাতার যেসব নাগরিকরা এখনও নতুন এবং সংশোধিত রেশন কার্ড পাননি, তাঁদের বাড়িতে ফুড কুপন পৌঁছে দেবে কলকাতা পুরসভা। এক্ষেত্রে তার মাধ্যমেই তোলা যাবে রেশন। পুরসভা সূত্রে আরও খবর, নাগরিকদের বরোভিত্তিক তালিকা তৈরি করে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের হাতে তুলে দেওয়া হয়েছে। আবার তালিকা অনুযায়ী নাগরিকদের কুপন দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এই কাজে বরো অফিসগুলিকে তিনদিনের সময় দেওয়া হয়েছে। পুরসভার বৈঠক থেকে বরো চেয়ারম্যানদের এই নির্দেশও দিয়েছেন মেয়র।

Related posts

Leave a Comment