সল্টলেকে প্রৌঢ়ার অস্বাভাবিক মৃত্যু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সল্টলেকে এক প্রবীণ নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হল। পুলিশ সূত্রের খবর, মৃত ওই মহিলার নাম কঙ্গনা রায় (৬৫)। এসি ব্লকের ওই বাসিন্দা একাই থাকতেন। সকালে দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন প্রৌঢ়া, এমনটা অনুমান করছে সল্টলেক উত্তর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে আরও খবর, ৩ দিন ধরে ওই প্রৌঢ়ার পরিজনেরা তাঁকে ফোন করলেও সাড়া পাচ্ছিলেন না। এরপর পড়শিরা পুলিশকে খবর দেন। ওই বাড়ি থেকে পচা গন্ধ আসতে থাকায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই মহিলার এক ভাই পুলিশের সঙ্গে ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ২ দিন আগে মারা গিয়েছেন ওই প্রৌঢ়া। মৃত্যুর কারণ জানতে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।