শিবপুরের বোটানিক গার্ডেনে এখন নির্জন-বসন্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফুলের হাসিতে নির্জন-বসন্ত শিবপুরে। যেন থমকে জীবন। সাময়িক বিরতি আসায় রস-গন্ধে নিজেকে উজাড় করে দেওয়ার সুযোগ পাচ্ছে প্রকৃতি। বিদায় নিয়েছে বসন্ত। এখন যেন তার রেশ রয়েছে। শিবপুর আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেনে এখন বসন্ত। চৈত্র মাস হলেও ইংরেজদের প্রতিষ্ঠিত এই প্রাচীন বাগানে এখন ফুলের বাহার। কোকিলের ডাক আর হরেক রকম পাখির কিচিরমিচির শব্দও শোনা যাচ্ছে। বিপর্যস্ত পরিস্থিতিতে মার্চের মাঝামাঝি থেকেই এখানে প্রবেশ নিষেধ ঘোষণা হয়। নির্দিষ্ট সময় মতো গাছে জল দেওয়ার জন্য কয়েকজনকে অনুমতি দেওয়া হয়েছে। মানুষের আনাগোনা না থাকায় নির্জন প্রকৃতিতে আপন খেয়ালে গান ধরছে পাখির দল। বেরিয়ে পড়ছে বন্যপ্রাণীরা। আবার বিশ্বের অন্যতম সুন্দর ফুল ডান্সিং ডল ফ্লাওয়ারে ভরে গিয়েছে সর্বত্র। গাছের পর গাছে ফুলে-ভরা। গাছের ফুল শুকিয়ে ঝরে যাবে। ভেনেজুয়েলান মাউন্টেন এখন ফোটার সময়। রঙের বাহার ছড়িয়ে পড়ছে সেই ফুলেরও। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সময় উদ্ভিদ উদ্যান জুড়ে থাকবে ফুলের সমারোহ। তবে সৌন্দর্যের এই পরিবেশ থেকে যাবে লোকচক্ষুর আড়ালেই।