Talibpur VillageAccident Others 

রণক্ষেত্র পাড়ুই থানার তালিবপুর গ্রাম, হত ১

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রণক্ষেত্রের চেহারা বীরভূমের পাঁড়ুই। ঘটনাটি ঘটে পাঁড়ুই থানার বনশঙ্কা অঞ্চলের তালিবপুর গ্রামে। স্থানীয় সূত্রের খবর, গ্রামের হাইস্কুলকে কোয়ারান্টিন সেন্টার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত ঘিরে বাঁধল তুমুল গণ্ডগোল। পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধও বাঁধে। পরে শুরু হয় গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষও। অবাধে বোমা-গুলি চলে দীর্ঘ সময় ধরে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় মৃত্যু হয়েছে সাইফুদ্দিন নামে এক গ্রামবাসীর। আহত হয়েছেন আরও ১ জন। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

Related posts

Leave a Comment