partha-chattopadhyay-1Education Others 

বাংলার শিক্ষা পোর্টাল চালু থাকলেও বন্ধ ভার্চুয়াল ক্লাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঘোষণা করেও হঠাৎ বন্ধ হল দূরদর্শনের ক্লাস। দূরদর্শনে ডিডি বাংলার মাধ্যমে রাজ্যব্যাপী সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ভার্চুয়াল ক্লাস নেওয়ার পরিকল্পনা বাতিল করল স্কুলশিক্ষা দপ্তর। গতকাল ভিডিও বার্তায় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমরা বিভিন্ন মহল থেকে যে সমস্ত খবর পাচ্ছি, তারই ভিত্তিতে মনে হচ্ছে, আগামী ৭ থেকে ১৩ এপ্রিল ৪টে থেকে ৫টা পর্যন্ত দূরদর্শনে এক ঘন্টার ক্লাস নেওয়ার কথা ছিল। তা ছাত্রছাত্রীদের পক্ষে লাভজনক হচ্ছে না। অভিভাবক ও শিক্ষকরা যে সময় চাইছেন, তার সঙ্গে কোনও সামঞ্জস্য রাখা যাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দূরদর্শনের ৭-১৩ এপ্রিল যে স্লট নিয়ে ভাবছিলাম, তা স্থগিত রাখলাম। শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, আমাদের নিজস্ব বাংলার শিক্ষা পোর্টাল এবং অন্যান্য বিষয়ে যা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, তা বহাল থাকবে।

Related posts

Leave a Comment