পাক সীমারেখায় পৌঁছতেই প্রশংসা পাইলটকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পাকিস্তানের সীমারেখায় প্রবেশ করতেই প্রশংসা পাইলটকে। মুম্বই থেকে ফ্র্যাঙ্কফুর্ট চলেছে এয়ার ইন্ডিয়ার বিমান। করাচির এয়ার ট্র্যাফিক কন্ট্রোল এয়ার ইন্ডিয়াকে স্বাগত জানাল। সূত্রের খবর, লকডাউন শুরু হওয়ার পর ভারতে আটকে থাকা ইউরোপীয়দের ফ্র্যাঙ্কফুর্ট পৌঁছে দিতে বিমান চালাচ্ছিল এয়ার ইন্ডিয়া। ত্রাণ সামগ্রীও পৌঁছে দিচ্ছিল। এমত পরিস্থিতিতে প্রতিবেশী দেশ পাকিস্তানের কাছ থেকে প্রশংসা শুনে খুশি এয়ার ইন্ডিয়ার পাইলট। তাঁর মন্তব্য, “এটা আমার এবং গোটা এয়ার ইন্ডিয়া পরিবারের কাছে গর্বের মুহূর্ত। ফ্র্যাঙ্কফুর্টে বিশেষ বিমান নিয়ে পাকিস্তানের ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে ঢুকতেই অন্যরকম এই অভিবাদন।” এরপর পাক এটিসি প্রশ্ন করে, নিশ্চিত করুন, “ফ্র্যাঙ্কফুর্টে ত্রাণ সামগ্রী নিয়ে এই বিমান যাচ্ছে।” এয়ার ইন্ডিয়ার পাইলট নিশ্চিত করতেই উল্টোদিক থেকে বলা হয়, “সরাসরি কেবুদ পর্যন্ত অনুমতি দেওয়া রইল।” পরবর্তীতে ফের প্রশংসা করে পাক এটিসি-র আধিকারিক জানিয়েছেন, বিশ্বব্যাপী মহামারীর মধ্যেও আপনারা উড়ান চালু রেখেছেন। এর জন্য আমরা গর্বিত। এয়ার ইন্ডিয়ার পাইলটও ধন্যবাদ জানান। এরপরও সাহায্যের হাত বাড়িয়ে দিল পাক এটিসি। এমনকী তেহরানের রেডারের সঙ্গেও যোগাযোগ করিয়ে দেন বলেও খবর।