মহারাষ্ট্রে লকডাউন বাড়ানোর সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপর্যস্ত পরিস্থিতি। অস্থির হচ্ছে সারা দেশ। অনেকেরই প্রশ্ন, কবে আসবে ১৪ এপ্রিল? এর মধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী জানালেন, রাজ্যে যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে সারা দেশে ১৪ এপ্রিল লকডাউন উঠে গেলেও মহারাষ্ট্রে তা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৬৯০। মৃত্যুর সংখ্যা ৩৬। দুটি পরিসংখ্যান থেকে স্পষ্ট, ভারতে সর্বাধিক বিপর্যস্ত পরিস্থিতিতে রয়েছে মহারাষ্ট্র। এই সঙ্কটকালীন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, সরকারি নির্দেশিকা ঠিক কতটা মেনে চলছেন তাঁরা, তার উপরই নির্ভর করবে লকডাউন প্রত্যাহার করা হবে কি না। পাশাপাশি একই কথা শোনা গিয়েছিল স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপীর মুখেও। উল্লেখ্য, মুম্বই-সহ বেশ কিছু এলাকা সংক্রমণের হার অত্যধিক বেশি, সেই সব জায়গায় লকডাউনের মেয়াদ বাড়ানোও হতে পারে। তবে এই মত তাঁদের নিজস্ব বলে জানানো হয়েছে।