TelecommunicationOthers 

শীর্ষ আদালত টেলিকম সংস্থাগুলোর বকেয়া মেটানোর জন্য ১০ বছর সময়সীমা ধার্য করল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ শীর্ষ আদালতের নির্দেশে আগামী ১০ বছরে ধাপে ধাপে সরকারের বকেয়া (অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ) যার আর্থিক মূল্য ১.‌৬ লক্ষ কোটি টাকা, মেটাতে হবে টেলিকম সংস্থাগুলোকে। এর আগে ২০১৯সালের ২৪ অক্টোবর টেলিকম সংস্থাগুলোকে সমস্ত রকম বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ।

এরপর ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনসের তরফে একটি নির্দেশিকা জারি করে টেলিকম সংস্থাগুলোকে এই ছাড় দেওয়া হয়েছিল। ৩১ মার্চের মধ্যে বকেয়ার ১০ শতাংশ মিটিয়ে দিতে হবে এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ এক নির্দেশে জানিয়েছেন, প্রতি বছর ৭ ফেব্রুয়ারির মধ্যে টেলিকম সংস্থাগুলোকে বার্ষিক নির্ধারিত পাওনার (অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ) দেয় মেটাতে হবে। তা না হলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।

প্রসঙ্গত, বকেয়া না মেটানোর জন্য টেলিকম সংস্থাগুলোর বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল এর আগে। টেলিকম সংস্থাগুলো ২০ বছরের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি বকেয়া পরিশোধের জন্য টেলিকম সংস্থাগুলোকে আগামী চার সপ্তাহের মধ্যে ব্যক্তিগত গ্যারেন্টি দেওয়ারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

স্পেকট্রাম এবং লাইসেন্স বাবদ ভোডাফোনের কাছে ৫০ হাজার কোটি টাকা পাওনা রয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনসের। সেইরকম এয়ারটেলের কাছ থেকে পাবে ৩৫ হাজার ৫৮৬ কোটি টাকা। এছাড়া বিএসএনএল, এমটিএনএল, টাটা কমিউনিকেশনস রিলায়েন্স কমিউনিকেশনসের মতো সরকারি ও বেসরকারি টেলিকম সংস্থাগুলিও সরকারের কাছে টাকা বাকি রেখেছে।

Related posts

Leave a Comment