পুজোয় খোলা থাকছে স্বাস্থ্য দপ্তরের সব অফিস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পুজোর সময়ও খুলে রাখা হবে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য বিভাগে যে কোনও বিপদ সামলাতে খোলা থাকবে স্বাস্থ্য দপ্তরের সমস্ত অফিস, এমনটাই জানানো হয়েছে।
সূত্রের খবর, জেলায় জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের অফিস, জেলা ও মহকুমা হাসপাতালের সুপারদের অফিস প্রভৃতি খোলা থাকবে। এছাড়াও খোলা থাকবে সল্টলেকের স্বাস্থ্যভবনের হেডকোয়াটার্স।
উল্লেখ্য, নতুন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
অন্যদিকে প্রতি বছরই পুজোর সময় কিছু কর্মী-চিকিৎসকদের নিয়ে কট্রোল রুম চালু রাখা হয়। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, পুজোয় হঠাৎ অসুস্থ হওয়া মানুষজনদের বিপদ সামলানোর পাশাপাশি আমাদের কর্তব্য করোনার মোকাবিলা করা। এক্ষেত্রে মুখ্যসচিবের নির্দেশ অনুযায়ী পুজোর সব দিন স্বাস্থ্য দপ্তরের সমস্ত অফিস খোলা থাকবে।

