Ministry of HealthOthers 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও করোনা ভ্যাকসিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির চরিত্রে ক্রমশ বদল ঘটছে। এক্ষেত্রে একটা মহলের আশঙ্কা, ভ্যাকসিন বাজারে আসতে আসতে পরিস্থিতি বদল হয়ে যাবে। তাঁরা মনে করছেন, তৈরি করা ভ্যাকসিন আর কাজে আসবে না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও নীতি আয়োগের যৌথ সাংবাদিক সম্মেলনে এমনই প্রশ্ন করা হয়। এক্ষেত্রে সরকারিভাবে বলা হয়েছে, করোনা আবহের বদল দু-রকম। প্রথমটা সামান্য বদল বা ‘ড্রিফটিং’ এবং দ্বিতীয়টি হল- বিস্তর বদল বা ‘শিফটিং’। এক্ষেত্রে আরও বলা হয়, মিউটেশনের মাধ্যমে এই ধরনের শিফটিং হতে প্রায় এক দশক লেগে যায়। আবার কয়েক মাসে অল্পবিস্তর বদল বা ‘ড্রিফটিং’ ঘটতে পারে। নোভেল করোনা পরিস্থিতির উপরে সম্ভাব্য প্রতিষেধক কাজ করবে না, এমনটা মনে করছেন না বিজ্ঞানীরা।

Related posts

Leave a Comment