প্রাক্তন বিচারপতি অমিতাভ লালা প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অমিতাভ লালা (৭০) প্রয়াত। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে আক্রান্ত হয়ে প্রায় ১ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরিবার সূত্রের খবর, করোনা আবহে নানা শারীরিক জটিলতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। সূত্রের আরও খবর, পূর্বতন সরকারের আমলে কাজের দিনে মিটিং-মিছিল বন্ধ করতে তাঁর নির্দেশ রাজ্য-রাজনীতিতে উল্লেখযোগ্য সাড়া ফেলেছিল। শেষ পর্যন্ত ওই নির্দেশ বাস্তবায়ন হয়নি।

