নিভারের ধাক্কার পর ফের ঝড়ের আশঙ্কা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফের ঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় নিভারের ধাক্কা সামলাতে না সামলাতে তামিলনাড়ুর বুকে আবারও একটি ঝড় আছড়ে পড়তে চলেছে। মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, আগামী ২ ডিসেম্বর শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চল দিয়ে বয়ে যাবে ওই ঝড়। যার প্রভাবে তামিলনাড়ু ও কেরল-সহ বেশ কিছু অঞ্চলে প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকবে। স্থানীয় সূত্রের খবর, তামিলনাড়ু ও কেরলে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপ থেকেই ওই ঘূর্ণিঝড়ের উৎপত্তি। সমুদ্র অশান্ত হওয়ার সম্ভাবনাও থাকছে।

