নারীদের অগ্রাধিকার কমলা হ্যারিসের টিমে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কমলা হ্যারিসের টিমে শীর্ষে মহিলাদেরই অগ্রাধিকার। সূত্রের খবর, চিফ অব স্টাফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও অভ্যন্তরীণ নীতি উপদেষ্টার পদে ৩ জন মহিলাকে বেছে নিয়েছেন আমেরিকার ভাবি ভাইস প্রেসিডেন্ট হ্যারিস। চিফ অব স্টাফের দায়িত্ব সামলাবেন টিনা ফ্লোরেনয়। উল্লেখ করা যায়, তিনি বর্তমানে প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের চিফ অব স্টাফ। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ কূটনীতিক ন্যান্সি ম্যাকেলডাওনি। আবার অভ্যন্তরীণ নীতি উপদেষ্টার দায়িত্বে রয়েছেন রোহিনী কোসোগলু। তাঁর পরিবার শ্রীলঙ্কার বাসিন্দা।

