সুন্দরবনের মানবিক চিকিৎসক চিত্রলেখা-র নজির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চিত্রলেখা সর্দার পেশায় একজন চিকিৎসক গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালের। স্থানীয় সূত্রের খবর,সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে তিনি যোগ দিয়েছিলেন কুলতলির ব্লক গ্রামীণ হাসপাতালে। মহিলা ওই বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতালে রাউন্ড দিতে গিয়ে তিনি দেখলেন,৩টি শিশু কাঁদছে। এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন,সদ্যোজাত ওই ৩টি শিশুকে প্রসূতি মায়েরা দুধ খাওয়াতে পারছেন না। পরবর্তীতে শিশুদের কান্না থামানোর জন্য নিজের বুকের দুধ খাইয়ে শান্ত করে নজির গড়লেন তিনি। উল্লেখ করা যায়, সুন্দরবন অঞ্চলের শিশুরা অপুষ্টি জনিত রোগে ভুগে থাকে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তাদের বেঁচে থাকতে হয়। এই ঘটনা ঘিরে আলোড়ন তৈরি হয়েছে। অনেকেই বলছেন, এই ঘটনা যেন রূপকথার কোনও গল্প। এই মানবিক চিকিৎসককে দেখে মুগ্ধ হয়েছেন টুম্পা হালদার ও নমিতা মণ্ডলের মতো মায়েরা সহ সুন্দরবনের বহু মানুষ। তবে এই ঘটনাতে বাড়তি গুরুত্ব দিতে নারাজ ওই চিকিৎসক।

