খড়দহ পুরসভায় রাস্তা সংস্কারের কাজ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাস্তার সংস্কার। স্থানীয় সূত্রের খবর, এলাকার সমস্ত কাঁচা রাস্তা পাকা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে খড়দহ পুরসভা। পুর বোর্ডের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভা সূত্রের আরও খবর, খড়দহের ২২টি ওয়ার্ডে প্রায় ১০০টির মতো রাস্তা এখনও কাঁচা রয়েছে। পুর বোর্ডের বৈঠকে সেগুলি চিহ্নিত করা হয়। পাশাপাশি রাস্তাগুলি পাকা করার জন্য প্রায় ১ কোটি টাকা খরচ ধরা হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, দীর্ঘদিন বেহাল অবস্থায় থাকা খড়দহ স্টেশন রোড সংস্কারের কাজ শুরু করেছে কেএমডিএ। পুরসভা সূত্রে আরও খবর, বিটি রোড থেকে রহড়া বাজারের ওল্ড ক্যালকাটা রোড পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তাটি ভগ্ন অবস্থায় ছিল। এরপর তা সারাই করা হচ্ছে বলে জানা যায়।

