Swasthya Bhawan-2Others 

স্বাস্থ্যে নিয়োগ ও চুক্তির নবীকরণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগ। সূত্রের খবর, করোনা আবহে চিকিৎসা কেন্দ্রগুলি যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। উল্লেখ করা যায়, নির্দিষ্ট সময় অন্তর সেই কারণে কোথাও কোথাও সাফাইকর্মী নিয়োগ বা তাঁদের চুক্তির নবীকরণ করা হচ্ছে। সূত্রের আরও খবর, এই পদক্ষেপের অঙ্গ হিসেবে গোবরডাঙা হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জন চুক্তিভিত্তিক কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে খবর। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, এই নিয়োগের প্রশাসনিক অনুমোদনও পাওয়া গিয়েছে। আগামী মার্চ মাস পর্যন্ত তাঁদের নিয়োগ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment