আগামী ৩১ জানুয়ারি পোলিও কর্মসূচি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক পোলিও কর্মসূচি ঘোষণা করেছে। সূত্রের খবর, আগামী ৩১ জানুয়ারি ওই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখ করা যায়, ৫ বছর পর্যন্ত শিশুদের পোলিও-র টিকা দেওয়া হবে ওইদিন। এক্ষেত্রে আরও জানা যায়, আগামী ৩০ জানুয়ারি সকালে ১১টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে এই কর্মসূচির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। করোনা আবহ পরিস্থিতিতে দেশ জুড়ে করোনার টিকাকরণ শুরু হচ্ছে। করোনা আবহেও যাতে করোনা বহির্ভূত স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা এড়ানো সম্ভব হয়, সেই বিষয়েও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

