বাংলাদেশে পণ্য পরিবহণে পূর্ব রেলের উদ্যোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলাদেশে চাল। পূর্ব রেলের উদ্যোগ। সূত্রের খবর, হুগলির তারকেশ্বর গুড শেড থেকে ৪২ ওয়াগন চাল গত ১৯ জানুয়ারি বাংলাদেশের দর্শনায় পৌঁছেছে। উল্লেখ করা যায়, পণ্য পরিবহণ ব্যবসা বাড়াতে কয়েক মাস আগে দেশের সব ডিভিশনে বিজনেস ডেভেলপমেন্ট কমিটি গড়েছে রেল। পূর্ব রেল সূত্রের আরও খবর, কয়লা, আকরিক লোহা, খনিজ বা রাসায়নিক সারের পাশাপাশি নতুন কয়েকটি পণ্যের পরিবহণ শুরু করাই ছিল এর উদ্দেশ্য। সেই নিয়ম মেনেই এ রাজ্যের চালকলগুলির সঙ্গে আলোচনা শুরু করেন রেল কর্তৃপক্ষ। তার ফলেই সাফল্য এসেছে বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, এখন থেকে চালকলগুলি নিয়মিত রেলপথে বাংলাদেশ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে চাল পাঠাবে বলে আশা করছেন রেল কর্তৃপক্ষ।

