বিড়ি শিল্প সঙ্কটে- সমস্যা নিরসনে আবেদন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সঙ্কটে বিড়ি শিল্প। করোনা আবহে বিড়ি বিক্রি অনেকটাই মন্দা। বর্তমান পরিস্থিতিতে খানিকটা স্বাভাবিক হলেও স্বস্তি ফেরেনি। সূত্রের খবর, করোনাজনিত আবহে দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় শ্রমিকদের দুর্দশা চরমে পৌঁছায়। এই অবস্থায় মুর্শিদাবাদের ধুলিয়ান ও অরঙ্গাবাদে বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত কয়েক লক্ষ শ্রমিক কাজ হারিয়েছেন। উল্লেখ করা যায়, বিড়ি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এমত পরিস্থিতিতে বিড়ি মালিকদের সংগঠনগুলি রাজ্য ও কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

