প্রথম ‘পরাক্রম দিবসের অনুষ্ঠান সূচি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজ ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। এবার থেকে কেন্দ্রীয় সরকার এই দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পরিপেক্ষিতে নেওয়া কিছু অনুষ্ঠানসূচি।

অনুষ্ঠানের প্রারম্ভে “নির্ভীক সুভাষ” নামে স্থায়ী প্রদর্শনী হবে। পাশাপাশি নেতাজি সম্পর্কে আলো ও ধ্বনি প্রদর্শনীও হবে। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভিক্টরিয়া মেমোরিয়াল হলে বিকেল ৪ টায় এই অনুষ্ঠানের শুভারম্ভ।

এছাড়া অনুষ্ঠানের মধ্যে রয়েছে নেতাজি প্রদর্শনীর উদ্বোধন ও প্রারম্ভিক পরিভ্রমণ। সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে ‘আমরা নতুন যৌবনেরই দূত।’ ভারত সরকারের সংস্কৃতি বিভাগের মন্ত্রীর স্বাগত ভাষণ এবং মুখ্যমন্ত্রীর ভাষণ। আবার প্রধানমন্ত্রী ‘নেতাজির পত্রাবলী’বইয়ের উন্মোচন করবেন। এরপর আজাদহিন্দ ফৌজ সংবর্ধনা এবং প্রধানমন্ত্রীর ভাষণ। পরবর্তীতে নেতাজি সম্পর্কে আলো ও ধ্বনি অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পরিশেষে জাতীয় সংগীত পরিবেশিত হবে।

