budget and 2021Breaking News Education Others 

বাজেটে ঘোষণা উচ্চ শিক্ষা কমিশন- সৈনিক ও একলব্যস্কুল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তৈরি হবে উচ্চ শিক্ষা কমিশন। ৪ কোটি পড়ুয়াদের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ। পাশাপাশি দেশে প্রায় ১০০টি নতুন সৈনিক স্কুল তৈরি করা হবে ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে শিক্ষা নিয়েও একাধিক ঘোষণা করলেন ৷ লেহ-তে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির বিষয়ে ঘোষণা করা হয়েছে ৷ আদিবাসী এলাকায় ৭৫৮টি একলব্য স্কুল খোলার কথা ঘোষণা করেছেন সীতারমন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে ৪ কোটি পড়ুয়াদের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন ৷ তিনি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিলে স্কিল ট্রেনিংয়ের উপরে কাজ চলছে ৷ এর মাধ্যমে মানুষকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া সম্ভব হবে। ভারত ও জাপান এক সঙ্গে একটি প্রকল্প গ্রহণ করেছে।
বাজেট পেশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া,২০২১সালের বাজেট এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পেশ করা হয়েছে। দুনিয়া জুড়ে করোনা মানবজাতির উপর প্রভাব ফেলেছে। এই আবহে এই বাজেট ভারতের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। ডিজিটাল বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। করোনা আবহে কাগজের বদলে ট্যাব থেকে বাজেট পেশ। এবার সাংসদরা পেলেন বাজেটের সফট কপি। উল্লেখ করা যায়, ১৯৪৭ সালের ২৬ নভেম্বর থেকে দেশে কাগজে ছাপা বাজেট পেশ হচ্ছে। এবার আর বাজেট ছাপা হয়নি। প্রথমবার কাগজহীন বাজেট পেশ হল নির্মলা সীতারমনের।

Related posts

Leave a Comment