তাই-জুর কাছে পরাজিত মারিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মারিনের পরাজয়। সূত্রের খবর, স্পেনীয় তারকা কারোলিনা মারিনের জয়ের হ্যাটট্রিকে অন্তরায় হয়ে দাঁড়ালেন তাই-জু। উল্লেখ করা যায়, তাইল্যান্ডে ওয়ার্ল্ড টুর ফাইনালস প্রতিযোগিতায় তিনি পরাজিত করলেন মারিনকে। ম্যাচের ফলাফল ১৪-২১, ২১-৮ ও ২১-১৯। অন্যদিকে পুরুষ সিঙ্গলসে সেরা আন্দ্রেস অ্যান্টনসেন। ফাইনালে তিনি ২১-১৫, ৫-২১ ও ২১-১৭ ফলাফলে পরাজিত করেন ভিক্টর অ্যালেক্সেনকে।

