grahanuOthers World 

একদিকে করোনার থাবা অন্যদিকে গ্রহাণু, বিপর্যয়ে পৃথিবী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পৃথিবীর প্রায় বেশির ভাগ দেশেই চলছে করোনা ভাইরাসের তাণ্ডব।এর মাঝেই নতুন বিপদ পৃথিবীর।একেই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জেরবার পৃথিবীর মানুষ। ঠিক তখনই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। নাসা সূত্রের খবর,পৃথিবীর অত্যন্ত কাছ দিয়ে ধেয়ে আসছে বিপজ্জনক এক গ্রহাণু।আরও জানা যায়, আগামী ২৯ এপ্রিল পৃথিবীর কক্ষপথের কাছ থেকে ধেয়ে যাবে এই শক্তিশালী গ্রহাণুটি।নাসার পক্ষ থেকেজানা গিয়েছে, এই গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ‘Asteroid 52768।তবে এই গ্রহাণুটি সরাসরি পৃথিবীর ওপর কোনও ধরনের আঘাত হানবে না বলে প্রাথমিকভাবে মনে করছেন বিজ্ঞানীরা।আবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে একাংশ মনে করছেন।বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী বলা হয়েছে,পৃথিবীর কক্ষপথের থেকে ৩.৯ লক্ষ মাইলের অভ্যন্তরে এই গ্রহাণুটি আসবে না। তবে অন্য একটি অংশ মনে করছেন, এই গ্রহাণুটির বিশাল আকৃতির কারণে কিছুটা হলেও শঙ্কা থেকে যাচ্ছে।এক্ষেত্রে ১.১ থেকে ২.৫ মাইল ব্যাস বিশিষ্ট এই গ্রহাণুটি ঘণ্টায় বিশ হাজার মাইল বেগে পৃথিবীর কক্ষপথের কাছ দিয়ে ধেয়ে যাওয়ার সম্ভাৱনা।এর জেরে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে একটি পরিবর্তন ঘটতে পারে এমন সম্ভাৱনার কথাও জানিয়েছেন বিজ্ঞানীরা।

Related posts

Leave a Comment