আয়কর প্রদায়ীদের জন্য খুশির খবর আনল করোনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আয়কর প্রদায়ীদের জন্য খুশির খবর আনল করোনা। সারা দেশে লকডাউনের কথা মাথায় রেখে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হল। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার পর আয়কর রিটার্ন জমা দিতে গেলে ১২ শতাংশ জরিমানা দিতে হয়। কিন্তু এক্ষেত্রে জরিমানার হার কমিয়ে ৯ শতাংশ করা হল। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রেস কনফারেন্স করে এ কথা জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, অন্য এটিএম থেকে আগামী ৩ মাস পর্যন্ত টাকা তুললে কোনও চার্জ কাটা হবে না।
এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি জানিয়েছেন, আধার কার্ড এবং প্যান কার্ড যুক্ত করার সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৩০ জুন করা হল। বলে রাখা দরকার, এই নিয়ে ৮ বার এই সময়সীমা বাড়ল। উল্লেখ্য, ২০১৮ সালে সুপ্রিম কোর্টের এক নির্দেশে বলা হয়, আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য প্যান নম্বরের সাথে আধার কার্ড সংযোগ করানো অত্যাবশ্যক। এছাড়াও করোনার জেরে জিএসটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই করোনা মোকাবিলার জন্য কর্পোরেট-সোশ্যাল রেসপনসিবিলিটি ফান্ড থেকে ৩০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন তিনি আরও জানান, করোনার জেরে আর্থিক কাজকর্ম যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে কথা মাথায় রেখে কেন্দ্র অতিশীঘ্রই কেন্দ্রীয় সরকার একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করতে চলেছে।