করোনার কোপে সংবাদ পত্রিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনার আবহে সংবাদপত্র মিলছে না কলকাতা ও শহরতলীর বিভিন্ন এলাকায়। যানবাহনের অভাবে শহরাঞ্চল ও গ্রামাঞ্চলে সংবাদপত্র পরিষেবা চূড়ান্ত ব্যাহত। অভিযোগ একটা বড় অংশের সংবাদপত্র পাঠকের। করোনার বিপর্যস্ত পরিস্থিতিতে লকডাউন কলকাতা ও রাজ্যের বিভিন্ন এলাকায়। সবমিলিয়ে সংবাদপত্র পরিষেবা থমকে গিয়েছে।
একদিকে ট্রেনের মাধ্যমে সংবাদপত্র পৌঁছয় রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে। ট্রেন পরিষেবা বন্ধ থাকার কারণে যথা সময়ে সংবাদপত্র পৌঁছোচ্ছে না বিভিন্ন অঞ্চলে। আবার করোনার ভয়াল পরিস্থিতির কারণে সংবাদপত্রের হকাররাও পরিষেবা থেকে দূরে থাকছেন। অন্যদিকে একাংশ হকারের অভিযোগ, কাগজ অনেক হাতবদল হয়ে আসে, তাই পাঠকরা কাগজ নিতে চাইছেন না। এমনকী বাড়িতে কাগজ দিতে গেলে বহু বাড়ি থেকে হকারদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে।
“আমার বাংলা”-র পক্ষ থেকে সমস্ত প্রথমসারির সংবাদপত্র প্রকাশনা সংস্থাগুলির সাথে যোগাযোগ করার উদ্দেশ্যে ফোন করা হলে তাদের কাউকেই ফোনে পাওয়া যায়নি। কেবলমাত্র আজকাল পত্রিকার পক্ষ থেকে জানোনা হয়, পরিবহন সমস্যার জন্য পত্রিকা ছাপা হলেও তারা বিভিন্ন এলাকায় সঠিক সময়ে কাগজ পৌঁছতে পারছেন না। এবং হকারদের গরহাজির এই অচলবস্থার আরেকটি অন্যতম কারণ। তাঁরা আরও জানান, পাঠকদের মধ্যে একটি গুজব রটে গিয়েছে যে, পত্রিকার মাধ্যমেও ভাইরাস ছড়াতে পারে। তাই বহু পাঠকই পত্রিকা নিতে অস্বীকার করছে। এই অচলাবস্থা থেকে কবে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে, তা কেউ সঠিকভাবে জানাতে পারছে না।