কলকাতায় প্রথম কৃত্রিম হার্ট প্রতিস্থাপন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পূর্ব ভারতের এই প্রথম কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করা হল একটি সুপারস্পেশালিটি হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, ছত্তিশগড় রায়পুরের ৫৪ বছর বয়সি এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন। এরপর ওষুধপত্র ও বাইপাস সার্জারি সহ বিভিন্নভাবে হার্টের কার্যকারিতা স্বাভাবিক করার চেষ্টা চালানো হয় হাসপাতালের পক্ষ থেকে। পরে তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। আবারও হার্টের বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি হন ওই হাসপাতালে।
ওই হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক, এ বিষয়ে জানিয়েছেন, বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা করেও দেখা গিয়েছে, ওই ব্যক্তির হৃদযন্ত্রকে স্বাভাবিক অবস্থায় ফেরানো মুশকিল। সেক্ষেত্রে মস্তিষ্কের মৃত্যুর পর দাতার দান করা হার্ট পেতে সম্ভাব্য গ্রহীতা হিসেবে ওই রোগীর নাম নথিভুক্ত করা হয়। তবুও হার্ট মেলেনি। পাশাপাশি শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হতে থাকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ওই ব্যক্তির শরীরে তাই কৃত্রিম হার্ট বা লেফ্ট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস বসানো হয়।
এক্ষেত্রে বিশিষ্ট হার্ট সার্জেন আরও জানিয়েছেন, ব্যাটারিচালিত অত্যাধুনিক কৃত্রিম হৃদযন্ত্রটির মধ্যে ২ টি ব্যাটারি রয়েছে। এক্ষেত্রে প্রতি ১২ ঘন্টা অন্তর ব্যাটারি গুলিকে চার্জ দিতে হয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৩০ লক্ষ টাকা দাম এই কৃত্রিম হার্টের। এই প্রক্রিয়াতে প্রায় ৪০ লক্ষ টাকা খরচ পড়েছে । এখন বর্তমান পরিস্থিতিতে রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

