Offline Students-1Education Others 

অফলাইনে পরীক্ষা মে মাসে নিষেধ করেছে ইউজিসি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মে-তে অফলাইনে পরীক্ষা বন্ধ। করোনা আবহের দ্বিতীয় ঢেউ চারিদিকে। এর জেরে মে মাসে কলেজ-বিশ্ববিদ্যালয়ে অফলাইনে পরীক্ষা নিতে নিষেধ করেছে ইউজিসি। দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলেজের অধ্যক্ষদের কাছে ইউজিসি-র সচিব পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে পরীক্ষা নেওয়া যায় কি না, তা স্থানীয় করোনা পরিস্থিতি বিবেচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়েও মেনে চলতে হবে কেন্দ্র ও রাজ্যের করোনা-বিধি নির্দেশিকা।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ও ইউজিসি করোনা বিষয়ক যেসব নির্দেশ দিয়ে আসছে, তা-ও মেনে চলতে বলা হয়েছে। পড়ুয়া-সহ সকলের স্বাস্থ্যের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে ইউজিসি পরীক্ষা সংক্রান্ত পরবর্তী নির্দেশিকা দেবে জুন মাসে। জরুরি কিছু পরিষেবা ছাড়া কলেজ-বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম বন্ধ রাখা হয়েছে। অনলাইনে পাঠ ও পরীক্ষা চলছে বলে জানানো হয়। উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে আইআইটি, এনআইটি-সহ বিভিন্ন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে, মে-তে অফলাইনে পরীক্ষা না নেওয়ার জন্য।

Related posts

Leave a Comment