রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সিদ্ধান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির অংশীদারি নেবে। ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, ওই সংস্থার মাধ্যমে ৮ হাজার কোটি টাকার অনুৎপাক সম্পদ চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে নিট ৫৮৬.৩৩ কোটি টাকা মুনাফা করেছে ওই ব্যাঙ্ক। উল্লেখ করা যায়, গত বছর ৬৯৭.২০ কোটি টাকা ক্ষতি হয়েছিল ব্যাঙ্কের। অন্যদিকে ২৫০.১৯ কোটি টাকা মুনাফা করেছে ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এমনটাই জানানো হয়েছে।

