বিধি-নিষেধ মেনে খুলছে কলেজ স্ট্রিট কফি হাউস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউ অনেকটাই স্বাভাবিক । আবারও বাঙালির প্রিয় কফি হাউস খোলা হচ্ছে । যাবতীয় সরকারি বিধিনিষেধ মেনে মাত্র ৩ ঘণ্টার জন্য খোলা থাকবে কফি হাউস।
তবে জারি থাকবে একাধিক নিষেধাজ্ঞাও। ইন্ডিয়ান কফি হাউস ওয়ার্কার্স কো–অপারেটিভ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে,সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে কফি হাউস খোলা হবে মাত্র ৩ ঘণ্টার জন্য। রাজ্য সরকারের নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা যায়।
উল্লেখ করা যায়,গত বছর লকডাউন আবহে একদফা বন্ধ হয় কফি হাউস। কফি হাউসের আড্ডা ফিরলেও বদলে যায় অনেক কিছু। শারীরিক দূরত্ববিধি মানা সহ কমে যায় টেবিল সংখ্যা। এছাড়া একাধিক মেনু বাদ দেওয়া হয়। তবে সকাল থেকে খোলা থাকছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে এবার বিকালে খোলা থাকবে কফি হাউস। মাত্র ৩ ঘণ্টার জন্য। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে কফি হাউস।

