একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উচ্চ মাধ্যমিক স্কুলগুলিকে একাদশ শ্রেণির সমস্ত পড়ুয়াকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় নথি দিয়ে পড়ুয়াদের ভর্তি করতে হবে। এক্ষেত্রে করোনা-বিধি মেনে ভর্তি করতে হবে। পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর স্তরে কেন্দ্রীয়ভাবে অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তির ব্যবস্থা চালু করার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আবেদন জানিয়েছেন সরকারি কলেজ শিক্ষক সমিতি। আবার স্নাতকে সিবিসিএস প্রক্রিয়ায় পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির সংস্কার নিয়েও মন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে।

