election and commission resentOthers Politics 

উপনির্বাচন করানোর দাবিতে নির্বাচন কমিশনে যাবে তৃণমূল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:দ্রুত উপনির্বাচন করানোর দাবি নিয়ে নির্বাচন কমিশনে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ করা যায়,এই মুহূর্তে রাজ্যে ৫টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। পাশাপাশি ২’টি কেন্দ্রে ভোট গ্রহণ বাকি রয়েছে ৷ সবমিলিয়ে রাজ্যে ৭টি কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া হবে।

সূত্রের খবর, রাজ্য প্রশাসন যে উপনির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে, তা রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে ৷ রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ৷ এই অবস্থায় যত দ্রুত সম্ভব উপনির্বাচনগুলি করার বিষয়ে তৎপর হোক নির্বাচন কমিশন,এমনই দাবি। উপনির্বাচন পিছিয়ে দিতে জটিলতা তৈরি করা হচ্ছে বলেও তৃণমূলের একাংশের অভিযোগ সামনে এসেছে। এবার উপনির্বাচন করানোর জন্য সরাসরি কমিশনের দ্বারস্থ হতে চলেছে রাজ্যের শাসক দল ৷

দেখে নেওয়া যাক, কোন কেন্দ্রগুলিতে উপনির্বাচন বাকি রয়েছে। ভবানীপুর কেন্দ্র থেকেই নির্বাচনে লড়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ নন্দীগ্রামে পরাজিত হওয়ায় পর শপথ গ্রহণের ৬ মাসের মধ্যে বিধায়ক হিসেবে নির্বাচিত হতে হবে মুখ্যমন্ত্রীকে ৷ পাশাপাশি রয়েছে খড়দহ, দিনহাটা, শান্তিপুর ও গোসাবা কেন্দ্রের উপনির্বাচন ৷ প্রার্থীর মৃত্যুজনিত কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রে ভোটগ্রহণ হয়নি ৷ এই দুই কেন্দ্রে বিধানসভা ভোট হবে ৷

সূত্রের আরও খবর,তৃণমূল দ্রুত উপনির্বাচন চাইলেও বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়েছে বিজেপি ৷ অন্যদিকে রাজ্যে উপনির্বাচনের থেকেও পুরভোট করানোর দাবিতে সরব হয়েছে বিজেপি ৷ আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। তৃণমূল শিবির থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশন উপনির্বাচন করানোর পরই রাজ্যে পুরভোট করানো হবে ৷ সব মিলিয়ে জটিলতার আবহে রয়েছে বিষয়টি।

Related posts

Leave a Comment