জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার চতুর্থ সেশনের ফল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জয়েন্টের ফল। প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স (জেইই) মেন পরীক্ষার চতুর্থ সেশনের ফলাফল। সূত্রের খবর, প্রাথমিকভাবে গত ১০ সেপ্টেম্বর ফল প্রকাশের কথা ছিল। তা পিছিয়ে ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ সূত্রে জানানো হয়েছে, এবার ৪৪ জন পরীক্ষার্থী ১০০ পার্সেন্টাইল পেয়েছে। আবার প্রথম স্থান অধিকার করেছে ১৮ জন। উল্লেখ করা যায়, এবছর ৪টি সেশনে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা নেওয়া হয়েছিল।

