tobacco and orderBreaking News Health Others 

গুটখা ও তামাকজাত দ্রব্যে নয়া নির্দেশিকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলায় নিষিদ্ধ গুটখা ও তামাকজাত পানমশলা। কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে নবান্ন। আগামী ১ বছর রাজ্যে বিক্রি করা যাবে না গুটখা ওপানমশলা জাতীয় তামাকজাত দ্রব্য। নবান্ন সূত্রে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, গুটখা ও নানা পানমশলার মধ্যে যে নিকোটিন থাকে, তা মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে ।উল্লেখ করা যায়, এমন নির্দেশিকা ইতিপূর্বে দেওয়া হয়েছে।

২০১৩ সালে পানমশালা বা গুটখার মতো তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এরপর নবান্নের নতুন নির্দেশিকা। সরকারিভাবে জানানো হয়েছে,নতুন নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে পুরসভা,কলকাতা পুলিশ, জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে। এক্ষেত্রে আরও জানা যায়, আগামী ৭ নভেম্বর থেকে এই নির্দেশিকা বলবৎ হবে। এই সিদ্ধান্ত বা নির্দেশিকা কার্যকর করা হচ্ছে ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী,এমনটাই জানা গিয়েছে। (ছবি: সংগৃহিত)

Related posts

Leave a Comment