Bangladesh Win-3Others Sports 

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট চ্যাম্পিয়ন বাংলাদেশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে ভারতকে পরাজিত করল বাংলাদেশ। ১৮১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। উল্লেখ্য, ইডেনে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভারত। ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪১.৪ ওভারে ২৩৪ রান তোলে। দুই ওপেনার তানজিম হাসান শাকিব এবং মাহফিজুল ইসলাম শূন্য রানে আউট হন। এরপর দলের হাল ধরেন আইচ মোল্লা ও মহম্মদ নওরোজ প্রান্তিক। ৭ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় আইচের। ২৮ রান করেছেন নওরোজ। মহম্মদ আশিকুর জামান ৫০ রান করে দলের রান পৌঁছে দেন ২৩৪ রানে। ভারতের হয়ে ধনুশ ৩টি উইকেট পেয়েছেন। নইমুর রহমান নয়নের দাপটে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২১.৩ ওভারে ৫৩ রানেই। ৪টি উইকেট দখল করেছেন নইমুর। ভারতীয় দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন উদয় সাহারান (২৬)।

Related posts

Leave a Comment