সার্টিফিকেটের আবেদন অনলাইনেই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রফতানিকারীদের নথিভুক্তি ও সদস্য পদের সার্টিফিকেটের আবেদন শুধু অনলাইনে নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর, সহজে ব্যবসার পরিবেশ উন্নত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, বৈদেশিক বাণিজ্য নীতির অধীন এবং উৎপাদন ও আমদানি শুল্কের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য এই সার্টিফিকেট প্রয়োজন হয়। এ বিষয়ে আরও জানা যায়, কোনও সংস্থা ও এলএলপি-র বিরুদ্ধে অভিযোগও বৈদ্যুতিন মাধ্যমে নথিভুক্ত করতে নির্দেশ দিয়েছে কর্পোরেট বিষয়ক মন্ত্রক।

