TMC_flag_Trinamool_flagEntertainment Politics 

পুরভোট: সবুজ ঝড়- ফিকে গেরুয়া-লাল আভা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাজ্যের ১০৮টি পুরসভার ভোট গণনা শুরু হয় ৷ পুরভোটেও সবুজ ঝড় অব্যাহত থাকে । প্রায় সব পুরসভাতেই জয়ী হয়েছে তৃণমূল। বিনা লড়াইয়ে ৪ টি পুরসভার দখল নিয়েছে তৃণমূল ৷ বাকি ১০৪টি পুরসভার মধ্যে শেষ পর্যন্ত কতগুলি তৃণমূল নিজেদের হাতে রাখতে পারবে, তা নিয়েই প্রশ্ন ছিল ৷

তবে রাজ্যের ১০২টি পুরসভায় বোর্ড গড়তে চলেছে তৃণমূল। ১টি বাম শিবির পেয়েছে ও ৪টি পুরসভা ত্রিশঙ্কু ফলাফল হয়েছে। সূত্রের খবর,৯০টি পুরসভাতে দ্বিতীয় স্থানে বামফ্রন্ট। প্রায় ৬৭টি ওয়ার্ডে বাম প্রাথী জয়ী। ১টি পুরসভা দখলে নিয়েছে বামেরা। কার্যত দ্বিতীয় স্থানে ওঠে এসেছে লাল শিবির । ২৭শতাংশ ভোট পেয়েছে বামেরা।

অন্যদিকে ফিকে হল গেরুয়া। প্রেস্টিজ ফাইটে কাঁথি দখল তৃণমূলের। বিজেপি রক্ষা করতে পারল না দুর্গ। ভাটপাড়া ও বালুরঘাটেও বিজেপি পরাজিত হল। তবে এগরায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। লাল আভা তাহেরপুর পুরসভায়। এখানে লালদুর্গ অটুট রাখল বামেরা।এই নির্বাচনেপাহাড়ে নতুন শক্তির উদয় । দার্জিলিং দখল করল নতুন দল হামরো পার্টি। এখানে বিজেপি ভাল ফলাফল করতে পারেনি।

বারাসাত মহকুমার মোট ৫টি পুরসভার মধ্যে ৫টিই দখলে রাখল তৃণমূল কংগ্রেস। বারাসাত পুরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস। ৩৫ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস ৩০ টি পেয়েছে। সি পি আই এম ৩ টি ও
নির্দল ২ টি। হাবরা পুরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস। মোট ২৪ টি ওয়ার্ডের মধ্যে ২৪ টি দখল নিয়েছে তৃণমূল। বিরোধীশূন্য হল হাবড়া পুরসভা।

পাশাপাশি গোবরডাঙ্গা পুরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস। মোট আসন ১৭টি। তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৫টি। নির্দল ১টি ও বামফ্রন্ট ১টি আসন পেয়েছে। দিলীপ ঘোষের দুর্গ বলে পরিচিত খড়গপুরেও বিজেপির পরাজয়।
খড়গপুর পুরসভা দখলে রাখল তৃণমল। ২০টি ওয়ার্ডে জয় পেয়েছে তৃণমূল প্রার্থীরা। ৬ ওয়ার্ডে জয় পেল বিজেপি। উল্লাস যেন মাত্রাছাড়া না হয়,দলীয় কর্মীদের উদ্দেশে এমনই বার্তা দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment