GST-4Others 

বদলের সম্ভাবনা জিএসটি পরোক্ষ করের হারে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জিএসটি হারে বদল আনার বিষয়ে জল্পনা তৈরি হয়েছে। জুনে রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণ দেওয়ার মেয়াদ শেষ হচ্ছে বলে জানা গিয়েছে। তা আরও বাড়ানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এই আবহের মধ্যে পরোক্ষ করের হারে বদল আনার সম্ভাবনা জিএসটি পরিষদের। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, একদিকে রাজস্ব আদায় বাড়িয়ে পরিকাঠামোর জন্য টাকা জোগাড় করা। পাশাপাশি রাজ্যগুলির জিএসটি ক্ষতিপূরণের উপরে নির্ভরশীলতা কমানো। এ বিষয়ে একটি অংশের অভিমত, ৫ শতাংশের করের হার তুলে দিয়ে বেশ কিছু পণ্যে চাপানো হতে পারে ৮ শতাংশ কর। আবার কিছু পণ্যকে পাঠানো হতে পারে ৩ শতাংশের স্তরে।

Related posts

Leave a Comment