ত্রিপুরায় ভোট-যুদ্ধ : কার দখলে ত্রিপুরা?
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ত্রিপুরার বিভিন্ন জায়গায় ভোটদানে বাধার অভিযোগ সামনে আসছে। ধনপুর, দুর্লভপুর বিধানসভা কেন্দ্রে ভোট দানে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ বামেদের । প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসীর। ত্রিপুরায় বিধানসভার ভোট গ্রহণ পর্বে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে । সকালে কড়া নিরাপত্তা বলয়ে ত্রিপুরায় শুরু হয় ভোটগ্রহণ পর্ব।
দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা ত্রিপুরার ভোটে নজর রাখছেন। এই নির্বাচনে ত্রিপুরার মাটিতে আবারও বিজেপি-র প্রত্যাবর্তন ঘটে নাকি ফের পালাবদল ঘটতে চলেছে তা নিয়ে কৌতুহল রয়েছে। সেই নির্বাচনী ফলাফল জানা যাবে আগামী ২ মার্চ ৷ তখনই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে কার দখলে ত্রিপুরা। ত্রিপুরার ২৮ লক্ষ ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নেবেন।
৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় বিজেপি একক ভাবে ৫৫টি আসনে লড়ছে। বিজেপি জোট সঙ্গী আইপিএফটি ৫টি আসনে প্রার্থী দিয়েছে। অন্যদিকে বাম-কংগ্রেস জোটের মধ্যে বামেরা প্রার্থী দিয়েছে ৪৭ টি আসনে। কংগ্রেস ১৩টি আসনে লড়ছে। আবার তিপ্রামোথা ৪২ আসনে লড়াইয়ে রয়েছে।
এই মুহূর্তে ত্রিপুরার নির্বাচনে সবার নজর থাকছে বাম-কংগ্রেস জোটের দিকে। পাশাপাশি নজর থাকছে তিপ্রামোথার দিকেও ৷ রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, ত্রিপুরায় সরকার গঠনের ক্ষেত্রে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে নির্ণায়ক শক্তি হয়ে দাঁড়াতে পারে প্রদ্যোৎ কিশোর দেববর্মার নেতৃত্বাধীন তিপ্রামোথা দল।
বেলা ১২ টা পর্যন্ত নির্বাচনী পর্যবেক্ষণে দেখা গিয়েছে,কড়া নিরাপত্তা বেষ্টনী রয়েছে গোটা ত্রিপুরা রাজ্য। একদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও অন্যদিকে রাজ্য পুলিশের তৎপরতা রয়েছে ভোট গ্রহণকে কেন্দ্র করে । আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপও নেওয়া হচ্ছে বলেও খবর। (ছবি: সংগৃহীত)

