ত্রিপুরায় শুরু ভোটগ্রহণ : কৌতুহল প্রত্যাবর্তন না পালাবদল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ত্রিপুরায় বিধানসভার ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তা বলয়ে ত্রিপুরায় শুরু ভোটগ্রহণ পর্ব। রাজনৈতিক বিশেষজ্ঞরা নজর রাখছেন এই নির্বাচনের দিকে। ত্রিপুরার মাটিতে ফের বিজেপি-র প্রত্যাবর্তন নাকি ফের পালাবদল ঘটতে চলেছে তা নিয়ে কৌতুহল থাকছেই।
এবার ত্রিপুরার নির্বাচনে সবার নজর বাম-কংগ্রেস জোটের দিকে। পাশাপাশি নজর থাকছে তিপ্রামোথার দিকেও ৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ত্রিপুরায় সরকার গঠনে নির্ণায়ক শক্তি হয়ে দাঁড়াতে পারে প্রদ্যোৎ মাণিক্যর তিপ্রামোথা।
উল্লেখ করা যায়, ত্রিপুরার ২৮ লক্ষ ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৷ নির্বাচনী ফলাফল জানা যাবে আগামী ২ মার্চ ৷ একই দিনে ত্রিপুরার সঙ্গে মেঘালয় ও নাগাল্যান্ড নির্বাচনেরও ফল ঘোষণা হবে ৷ উত্তর পূর্বের দুটি রাজ্যের ভোট গ্রহণ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি ৷
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ভোট গ্রহণের শুরুতেই ত্রিপুরার শান্তিরবাজার এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে । এক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে এসেছে।
তবে নির্বাচনের আগেই কড়া নিরাপত্তা বেষ্টনী রয়েছে গোটা রাজ্যে । একদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও অন্যদিকে রাজ্য পুলিশের তৎপরতা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপও নেওয়া হচ্ছে বলেও খবর। (ছবি: সংগৃহীত)

