দ্বিতীয় দফার ধান কেনার প্রস্তুতিতে রাজ্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আগামী মে মাস থেকে দ্বিতীয় দফার ধান কেনার অভিযান শুরু রাজ্য সরকারের। কৃষকদের নিজস্ব সংস্থাকে যুক্ত করতে চাইছে রাজ্য। প্রসঙ্গত,এক্ষেত্রে কৃষকরা ১০০এর বেশি সংস্থা তৈরি করেছেন। সূত্রের খবর, ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন ,ফার্মার্স প্রোডিউসার কোম্পানি নামে সংস্থাগুলি পরিচিত। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ এবং কৃষিপণ্যের বিপণনের স্বার্থেই সংস্থাগুলি গঠিত। খাদ্যদপ্তর সূত্রে খবর, প্রায় ১০লক্ষ ২৫হাজার কৃষকের কাছ থেকে ৩১লক্ষ ৬৮হাজার টন ধান নেওয়া হয়েছে। যে ধান কেনা হয়েছে। তা থেকে প্রায় ২২লক্ষ টন চাল মিলবে।সূত্রের আরও খবর, চলতি বছরে ৫২লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা নিয়ে অভিযানে নাবছে রাজ্য সরকার। যা থেকে ৩৫লক্ষ টন চাল পাওয়া যাবে।আবার রাজ্য সরকার”অন্নদাতা “নামে একটি এপ চালু করবে বলে জানা গিয়েছে। যার মাধ্যমে কৃষকরা ধান বিক্রি করার ইচ্ছা প্রকাশ করলে জানাতে পারবেন।

