THEATEREntertainment Others 

ডানকুনিতে সাড়ম্বরে নাট্যোৎসব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ডানকুনির প্রখ্যাত নাট্যসংস্থা ‘শাইন’ বহু বছর ধরেই নাট্যোৎসব আয়োজন করে আসছে। এ বছরও তা হচ্ছে। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং শেষ হবে কাল। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায়-এর আয়োজন। প্রায় ১৮ দিন ধরে এই উৎসবে নির্বাচন করা হয় ভারতের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক নাটকগুলিও। সূত্রের খবর, উৎসবের প্রথম পর্বটি ছিল ভাৰ্চুয়াল। সেখানে অংশ নিয়েছিল লন্ডন, বাংলাদেশ, রাশিয়া, পাকিস্তান, কোরিয়া প্রভৃতি।

উল্লেখ করা যায়, ডানকুনি বিনোদিনী নাটমন্দিরে মঞ্চস্থ হয়েছে বিহারের দু’টি নাটক ‘সুরজমুখী’, ‘মাকওয়ারে কা রাখওয়ালা’ এবং মধ্যপ্রদেশের ‘লাগি ছুটে না’। অনুষ্ঠিত হয় একটি সেমিনারও। অংশগ্রহণ করেন দীপান সীভারামন, আশিস গোস্বামী, সঞ্জয় উপাধ্যায়, সৌতি চক্রবর্তী, ও বিজয় নায়েক প্রমুখেরা। এবছর উৎসবের নজর কেড়েছে যে বাংলা নাটকগুলি, তার মধ্যে অন্যতম হল উত্তরায়ণ-এর ‘অন্তমিল’, কল্পিক এর ‘ওয়ার্ড নং ৬’, ব্রাত্য নাট্যজন এর ‘শেষ বিকেলের আলো’। পাশাপাশি ছিল চর্যাপদের ‘বিষছায়া’ ও সবুজ সংস্কৃতিক কেন্দ্রের ‘বৃষ্টি’। সূত্রের আরও খবর, এ বছর ‘শাইন’ নাট্যসম্মান পেলেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব জয়ন্ত দাশগুপ্ত।

Related posts

Leave a Comment