BCG vaccineBreaking News Health 

করোনা থেকে মুক্তি পেতে আইসিএমআর -এর নতুন একটি রিসার্চ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা থেকে বাঁচতে আইসিএমআর এবার নতুন একটি রিসার্চ শুরু করেছে। বিসিজি টীকা করোনার বিরুদ্ধে লড়াইতে সাহায্য করে কিনা, তা পরীক্ষা করে দেখবে আইসিএমআর। বয়স্কদের ওপর এই টীকা প্রদান করলে সেক্ষেত্রে মৃত্যুর হার কমাতে সাহায্য করে কিনা, তা দেখা হবে বলে জানা গিয়েছে।

আইসিএমআর -এর বিজ্ঞানীরা জানিয়েছেন, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ দিল্লিতে ৬০-র বেশি বয়স্ক প্রায় ১৫০০ মানুষের ওপর এই পরীক্ষা করা যাবে। সূত্রের আরও খবর, চেন্নাইয়ের রাষ্ট্রীয় যক্ষ্মা অনুসন্ধান সংস্থা (NIRT) এই পরীক্ষার অনুমতি দিয়েছে৷ এই টীকা বয়স্কদের ক্ষেত্রে ঠিক কীরকম কাজ করবে তা পর্যবেক্ষণ করে দেখা হবে৷

Indian Council of Medical Research

এক্ষেত্রে আহমেদাবাদ, ভোপাল, মুম্বই ও যোধপুরেও এই পরীক্ষা চলবে বলে জানা গিয়েছে। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, বয়স্কদের করোনা সংক্রমণ হয়নি এমন মানুষদের এই টীকা দেওয়া যাবে৷ ৫০ বছর আগে থেকেই ভারতে রাষ্ট্রীয় টীকাকরণের হাত ধরে দেশে নবজাতকদের বিসিজি টীকা প্রয়োগ করা হয়।

এক্ষেত্রে প্রয়োগ করে দেখা হবে এতে মৃত্যুর হার কম হয় কিনা৷ আরও দেখা হবে- এই টীকা দেওয়া থাকলে করোনা ভাইরাসের প্রভাবও কম হয় কিনা ৷ যে সব স্বেচ্ছাসেবকদের ওপর এই টীকা পরীক্ষা করা হবে তাঁদের ৬ মাস ধরে পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানা গিয়েছে।

Related posts

Leave a Comment