Aarland PMOthers World 

আবার ডাক্তারি পেশায় আয়ারল্যান্ড প্রধানমন্ত্রী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজনীতিতে যোগ দেওয়ার পর বিদায় জানাতে হয় ডাক্তারি পেশাকে। দেশে বিপর্যস্ত পরিস্থিতিতে চিকিৎসক হিসেবে ফের নিজের নাম নথিভুক্ত করলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকর। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একথা জানা গিয়েছে। প্রসঙ্গত, প্রায় ৭ বছর জুনিয়র চিকিৎসক হিসেবে ডাবলিনের সেন্ট জেমস এবং কনোলি হাসপাতালে কাজ করেছেন ভারাদকর। রাজনীতিতে যোগ দেওয়ার পর ডাক্তারি করা ছেড়ে দেন। আয়ারল্যান্ডে এখনও পর্যন্ত এই বিপর্যয়ে প্রায় ৫ হাজার মানুষ আক্রান্ত। মৃত্যুর সংখ্যা ১৫৮ জন। এই পরিস্থিতিতে দেশের হেলথ সার্ভিস এগজিকিউটিভের কাছে চিকিৎসক হিসেবে কাজ করার প্রস্তাব দেন লিও। অন্যদিকে, উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

Related posts

Leave a Comment