পথে নামলেন আনন্দমার্গ রিলিফ টিম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আনন্দমার্গ রিলিফ টিমের উদ্যোগ।সাধারণ মানুষের সেবায় নামলেন রিলিফ টিম। বিপর্যস্ত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করলেন। ওই সংস্থার স্বেচ্ছাসেবকরা যাদবপুরের হরিপল্লিতে গৃহবন্দি পরিবার দের মধ্যে চাল, ডাল, টমেটো, আটা প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দিলেন।পাশাপাশি সংস্থার পক্ষ থেকে আরও জানা যায়, বিহারের পাটনা, ভাগলপুর, পাঞ্জাবের চণ্ডিগড়, পাতিয়ালা, ওড়িশার ভুবনেশ্বর ও ত্রিপুরাতে প্রতিটি বাড়িতে স্যানিটাইজার তুলে দেওয়া হয়েছে।