Delhi High CourtOthers 

মিচেল জেমসের আর্জি-র রায়দান স্থগিত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দিল্লি হাইকোর্ট অগুস্তা ওয়েস্টল্যান্ড কপ্টার কেলেঙ্কারির মামলায় মিডলম্যান ক্রিশ্চিয়ান মিচেল জেমসের অন্তর্বর্তী জামিনের আর্জির রায়দান স্থগিত করল। সূত্রের খবর, বিচারপতি মুক্তা গুপ্তা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মাইকেলের আবেদন শুনেছেন। আরও খবর, বর্তমানে তিহার জেলে বন্দি ৫৯ বছর বয়সী মিচেল আর্জিতে দাবি করেছেন, শারীরিক অবস্থা এবং বয়সের জন্য জেলের ভিতরে তাঁর বিপর্যস্ত পরিস্থিতিতে সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে তাঁকে জামিন দেওয়া হোক। ওই আর্জির রায়দান স্থগিত করে দেন বিচারপতি গুপ্তা।

Related posts

Leave a Comment