shainbagHealth 

লকডাউন চলাকালীন শাহীনবাগ ফাঁকা করল পুলিশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লক ডাউনের মধ্যেই দিল্লি পুলিশ শাহিনবাগের অবস্থানকারীদের জমায়েত তুলে দিল।পুলিশ প্রথমে আন্দোলনকারীদের বুঝিয়ে সুজিয়ে সরে যেতে অনুরোধ করেন।তাতে কাজ না হলে এক প্রকার জোর করেই শাহীনবাগের আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ। আজ দক্ষিণ পূর্ব দিল্লির ডিসিপি বলেন, শাহীনবাগ থেকে সিএএ বিরোধী অবস্থানকারীদের সরিয়ে দেওয়া হয়। দিল্লি পুলিশ আরও জানায় লক ডাউন পরিস্থিতিতে যে কোনও ধরণের জমায়েত বেআইনি।পুলিশ প্রথমে অবস্থানকারীদের উঠে যেতে অনুরোধ করেন।কিন্তু তারা অবস্থান তুলে নিতে রাজি ছিল না।এই পরিস্থিতেই পুলিশ অবস্থানকারীদের সেখান থেকে হঠিয়ে দেয়। এবং শাহীনবাগ থেকে ৯জন আন্দোলনকারীকে আটক করে।প্রায় সাড়ে তিন মাস ধরে সিএএ বিরোধী অবস্থান-বিক্ষোভে শাহীনবাগে সামিল হয়েছিল আন্দোলনকারীরা। ১০১ দিন আন্দোলন করার পর আজ তাদেরকে হঠিয়ে দিল পুলিশ।প্রসঙ্গত ২ দিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল করোনার জেরে দিল্লিতে লক ডাউনের ঘোষণা করেন।

Related posts

Leave a Comment