বিপর্যয় মোকাবিলায় আবারও রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার রাত ৮টায় আবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সপ্তাহে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী জনতা কার্ফুর জারির কথা জানিয়েছিলেন। গত রবিবার জনতা কার্ফু পালিত হয় দেশ ব্যাপী।পরিস্থিতি আরওজটিল হতে থাকায়। রবিবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হয় সব রেল পরিষেবা ।আপাতত দেশের ৮০ টি শহরে চলছে লকডাউন।কার্যত জনজীবন স্তব্ধ।আরও জানা যায় মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের মধ্যেও কোনও বিমান চলাচল করবে না।এই পরিস্থিতিতে তিনি কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা ভারতবাসী ।প্রসঙ্গত,পৃথিবীর প্রায় ১৮৯টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO)-র দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, সারা বিশ্বে মোট ৩ লক্ষ ৩২ হাজার ৯৩৫ জন আক্ৰান্ত হয়েছেন করোনা ভাইরাসে ৷আক্রান্তদের মধ্যে এখনও অবধি ১৪ হাজার ৫১০ জন মারা গিয়েছেন বলে খবর। ভারতে আক্রান্ত হয়েছেন ৫১১ জন৷যার মধ্যে মারা গিয়েছেন কর্ণাটক, দিল্লি, পঞ্জাব, গুজরাত, বিহার ও পশ্চিমবঙ্গে একজন করে এবংমহারাষ্ট্রে ৩জন মারা গিয়েছে বলে জানা যায় ৷সব মিলিয়ে আজ মঙ্গলবার ফের তিনি কি বার্তা দিচ্ছেন, সেদিকে তাকিয়ে আছে দেশ।