howrah bridge lockdownBreaking News Enviornment Health 

লক ডাউন সারা রাজ্যে, চলবে ৩১ মার্চ পর্যন্ত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আর আংশিক নয়, এবার পুরোপুরি লকডাউন হচ্ছে রাজ্যে। পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের মেয়াদ ২৭ মার্চ থেকে বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হল। এবং এই সিদ্ধান্ত কার্যকর হবে আজ বিকেল ৫টা থেকে। অর্থাৎ গতকাল বিকেল থেকে এখন পর্যন্ত কলকাতা এবং রাজ্যের অন্যান্য লকডাউন অঞ্চলগুলিতে যে পরিস্থিতি রয়েছে, আজ বিকেল থেকে সারা রাজ্যে সেই পরিস্থিতি দেখা যাবে। প্রশাসন যথেষ্ট কঠোর হাতে এই নিয়ম পালন করবে। সাথেসাথে সাধারণ মানুষকেও অনুরোধ করা হচ্ছে, অতি প্রয়োজন ছাড়া তাঁরা যেন বাড়ি থেকে না বের হন। প্রয়োজনে লকডাউনের সময়সীমা বাড়ানো হতে পারে।

একই সাথে এই করোনা আবহের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ‘প্রচেষ্টা’ নামক নতুন এক প্রকল্পের কথা ঘোষণা করলেন। এই প্রকল্পে বলা হয়েছে, যাঁরা অত্যন্ত আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে চলছেন, তাঁরা মাসিক ১ হাজার টাকা করে অনুদান পাবেন এই প্রকল্পের আওতায়। মূলত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকের জন্য মুখ্যমন্ত্রীর এই মানবিক ভাবনা।

এরপরেই মুখ্যমন্ত্রী রওনা দেন আরজি কর হাসপাতালের উদ্দেশ্যে। বর্তমানে তিনি আরজি কর হাসপাতালে পৌঁছে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলছেন।

Related posts

Leave a Comment