বাংলা সিনেমা ও সিরিয়ালের শুটিং নিয়ে সিদ্ধান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনার জেরে বাংলা চলচিত্র ও সিরিয়ালের শুটিংয়ের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ল। এই সংক্রন্ত বিষয় নিয়ে ডাকা দুটি বৈঠক বাতিল হল টালিগঞ্জে। প্রোডিউসার্স গিল্ড ও টেকনিশিয়ান ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক ইউনিট বাইরে রয়েছে। তাই কিছু শুটিং পূর্নর্বিবেচনা অনুযায়ী করা হবে। এই মর্মে আজ নবান্নে স্বাস্থ্য দফতরের বৈঠকের পরই বাকি সিদ্ধান্ত গ্রহণ করা হবে হলে খবর।