আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক উড়ান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অক্টোবরেও বন্ধ আন্তর্জাতিক উড়ান। সূত্রের খবর, ভারত থেকে সাধারণ আন্তর্জাতিক যাত্রী উড়ান পরিষেবা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। দেশীয় বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এই সংক্রান্ত বিষয়ে নির্দেশ জারি করেছে। সূত্রের আরও খবর, বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর জন্য এই সময়ে কেন্দ্রের বন্দে ভারত প্রকল্পের আন্তর্জাতিক উড়ান চলছে। এ কাজে উদ্যোগী এয়ার ইন্ডিয়া। তবে আন্তর্জাতিক উড়ান চালানোর বিষয়ে কবে নির্দেশিকা দেওয়া হবে, তার প্রতীক্ষায় রয়েছেন যাত্রীরা।

